রোহিঙ্গা সংকটের প্রভাব নিরূপণে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের সঙ্গে অক্সফাম ইন বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা ও উন্নয়ন, শরণার্থী বিষয়ক সেল বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আবেদীন এবং আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের পক্ষে আশিষ দামলে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কটের বিস্তৃত আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন এবং টেকসই সমাধানগুলো বের করে আনতে গবেষণা উদ্যোগ গ্রহণ করা হবে।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, সমঝোতা স্মারকটি একটি কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আমরা রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও সহযোগিতামূলক সমাধানের পথ তৈরির লক্ষ্য রাখি।
এ সময় রোহিঙ্গা সঙ্কটের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক প্রচেষ্টা বৃদ্ধি এবং আন্তর্জাতিক দক্ষতার ব্যবহারে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানের আলোচনায় গবেষণা ও অ্যাডভোকেসির ক্ষেত্রে অক্সফামের অভিজ্ঞতার কথা ওঠে আসে।