বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। তার শাসনামলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা-বেচা হয়েছে। শেখ হাসিনার সময়ে টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ছাত্র-জনতাই দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যের ঠাঁই এই বাংলাদেশে হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দুলু আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোট তাদের কোনো দরকার হয়নি। ফলে জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো দায়বদ্ধতা ছিল না। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে।
নবাব সিরাজ-উদ-দ্দৌলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা, প্রফেসর মো. আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন প্রমুখ।