বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পিরোজপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে জেলার ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
আশ্রয়কেন্দ্রগুলো মধ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দুর্যোগের সময় দুর্যোগ কবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়াও দুর্যোগ কবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।