Shadhin24news.com

রাত ৮:৩৮ , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সর্বশেষ সংবাদ

নেইমারের ব্রাজিলকেই ফেবারিট মানেন মেসি

কাতার বিশ্বকাপে মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন মেসি। আর ব্রাজিল তারকা নেইমার চোট পেয়ে মাঠের বাইরে। মেসির দূর্দান্ত পারফরমেন্সে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে নেইমারের অনুপস্থিতি টের পেয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরে যায় ব্রাজিল। সেই ব্রাজিলকেই ফেবারিট মানছেন আর্জেন্টাইন তারকা মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল সম্পর্কে মেসি বলেছেন, ‘যতটা সম্ভব পারা যায় বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি যে ব্রাজিল অন্যতম ফেবারিট। ওরা ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হেরে যাওয়ার পরও বিশ্বকাপের বড় ফেবারিটদের একটি ব্রাজিল।’

মেসি গণমাধ্যমকে আরও বলেন, এবার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে আর্জেন্টিনার। আকাশি নীল-সাদা জার্সিধারীরা ফুটবলের পাওয়ারহাউস। সবসময় ট্রফির দাবিদার আলবিসেলেস্তেরা। তবে এটা মাঠে আমাদের প্রমাণ করতে হবে। যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছি।

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন গণমাধ্যম ওলে’র সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানে ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স এবং স্পেনকেও শিরোপার দাবিদার আখ্যা দিয়েছেন মেসি, ‘ফ্রান্স আর স্পেনও ফেবারিট। দুটি দলই ভালো খেলছে। কখন কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে ওরা পরিষ্কার ধারণা রাখে।’

সূত্র: মার্কা।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ