যাতায়াত ব্যবস্থার উন্নয়নে সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে। এই প্রথমবার দেশটিতে এমন কোনো সড়ক ব্যবস্থা তৈরি হবে।
চলতি বছরেই ভারতের জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াত করবে গাড়ি। আর এই রাস্তাটিই ভারতের প্রথম সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে হতে চলেছে। এটি দিয়ে চলা যানবাহনের আলো কিংবা শব্দ কোনো কিছুই রাস্তা থেকে বন পর্যন্ত পৌঁছাতে পারবে না ।
সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ের বিশেষত্ব জানলে যে কেউ অবাক হবেন। এই রাস্তা এতটাই মসৃণ যে, এখানে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালানো যাবে। এই এক্সপ্রেসওয়ের সবচেয়ে বড় বিশেষত্বটি হচ্ছে, এখানে একটি ১২ কিলোমিটার এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোর তৈরি করা হবে। এর মাধ্যমে উদ্যানের ওপর দিয়ে যাওয়া যাবে। এছাড়াও এই রাস্তাকে সাউন্ডপ্রুফ হিসেবেই নির্মাণ করা হচ্ছে। আর এই সাউন্ডপ্রুফ সড়ক তৈরির মূল লক্ষ্যই হচ্ছে প্রাণীরা যাতে যানবাহনের শব্দে ক্ষতিগ্রস্ত না হয়। মূলত, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই অভিনব চিন্তা-ভাবনাকে বাস্তবায়িত করছেন।
এই এক্সপ্রেসওয়ের কি কি সুবিধা পাবেন যাত্রীরা
যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেও এই সড়কপথ তৈরি করা হচ্ছে। দুর্ঘটনা রোধ করার জন্য দুই পাশে বড় বড় রেলিং বসিয়ে নিরাপত্তা রাখা হবে। শুধু তাই নয়, জরুরি সময়ের জন্য ট্রমা সেন্টারের পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলোও এক্সপ্রেসওয়ের খুব কাছেই থাকবে। সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ের ওপরে যত বড় যান চলাচল করুক না কেন, তার আওয়াজ নিচের জঙ্গল পর্যন্ত পৌঁছাবে না। এমনকি কোনো আলো রাস্তা ভেদ করে বনের মধ্যেও প্রবেশ করবে না।