Shadhin24news.com

রাত ১১:৫৫ , সোমবার , ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
সর্বশেষ সংবাদ

ইবির হলে ধূমপান করলে আইনি ব্যবস্থা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ভেতরে ধূমপান ও মাদক সেবনে নিষেধাজ্ঞা উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। কেউ নির্দেশনা অমান্য করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বিজ্ঞপ্তি দিয়েছে শেখ রাসেল হল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ছাত্রদের ব্যক্তিগত রুমে বা হল গেটের অভ্যন্তরে ধূমপান কিংবা যেকোনো প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবির অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, হলের ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় সমস্যার কথা জানিয়েছিল শিক্ষার্থীরা। এজন্য সতর্কতামূলকভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ