Shadhin24news.com

সন্ধ্যা ৭:১০ , সোমবার , ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
সর্বশেষ সংবাদ

‘ইবতেদায়ী মাদরাসাকে স্বীকৃতি না দিলে বৈষম্য দূর হবে না’

দেশের ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা না হলে বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের অবস্থান ধর্মঘটে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা প্রায় ৪০ বছর ধরে অনেকটা বিনা বেতনে কুরআনের প্রাথমিক শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাদের স্বীকৃতি দিয়ে উপযুক্ত সুযোগ সুবিধা না দিলে বৈষম্য দূর হবে না। যে বৈষম্য দূর করার জন্য আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছেন। স্বীকৃতি না করা তাদের রক্তের সঙ্গে বেঈমানি।

মুজিবুর রহমান বলেন, ব্রিটিশ সরকার ষড়যন্ত্রমূলকভাবে মাদরাসা শিক্ষাকে আলাদা করে মুসলমানদের কোরআন শিক্ষা থেকে দূরে রাখার ব্যবস্থা করেছিল। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ৯২ ভাগ মুসলমানের এ দেশে শিক্ষা ব্যবস্থার প্রধান বিষয়বস্তু হওয়ার কথা ছিল আল কোরআন। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে আজ পর্যন্ত কোরআনের শিক্ষা সেভাবে চালু নেই। যতদিন কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা না হবে, ততদিন এই শিক্ষা ব্যবস্থা থেকে চোর আর ডাকাত উৎপাদন হতে থাকবে। চোর, ডাকাত, খুনি উৎপাদনকারী এ শিক্ষা ব্যবস্থা আমরা চাই না।

তিনি আরও বলেন, অতীতে যা হওয়ার হয়েছে, ভবিষ্যতে আমরা আর এমন বৈষম্য দেখতে চাই না। ইবতেদায়ী শিক্ষকদের উপযুক্ত সম্মান দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে যেভাবে সরকার স্বীকৃতি দিয়েছে, জাতীয়করণ করেছে, ইবতেদায়ী মাদরাসাকেও অনুরূপভাবে স্বীকৃতি দিতে হবে। ইবতেদায়ী শিক্ষকদের অনুরূপ সুযোগ সুবিধা দিতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিকভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে ইবতেদায়ী মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এখন পর্যন্ত একটি ইবতেদায়ী মাদরাসাও সরকারি করা হয়নি। ইসলামী চেতনার বিকাশকে রুদ্ধ করে দেওয়ার জন্য ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্রমূলকভাবে ইবতেদায়ী মাদরাসার নিবন্ধন বন্ধ করে রাখা হয়েছে। অবিলম্বে এই নিবন্ধন চালু করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় বসেছেন। কিন্তু ইবতেদায়ী মাদরাসার প্রতি যে রকম বৈষম্য করা হচ্ছে, আর কোনো সেক্টরের প্রতি এতটা বৈষম্য করা হয়নি। ৫ আগস্টের চেতনাকে ধারণ করে যদি কোনো কাজ করতে হয়, তাহলে সবার আগে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের সঙ্গে বসে তাদের দাবি দাওয়া মেনে নিন। ইবতেদায়ী মাদরাসাকে অবিলম্বে জাতীয়করণের আওতায় নিয়ে আসুন।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ