গাজীপুরের রাজেন্দ্রপুরে ডিবি পুলিশের পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানার সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা বস্তায় ভরে একটি নোয়া মাইক্রোবাসে করে ঢাকার বাড্ডা এলাকার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে নিচ্ছিলেন কারখানার ক্রেডিট রিয়াইলেজশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন (৫৬)।
দুপুর সোয়া ২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে ডিবি পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেয়। এ সময় তাদের সঙ্গে সাদা পোশাকে আরও ৮-১০ জন ছিল।
চালক মুজিবুর রহমান গাড়ি থামালে ডিবি পুলিশ পরিচয়ধারীরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক ও হেলাল উদ্দিনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা বলে মারধর শুরু করে।
পুলিশ ছদ্মবেশে ছিনতাইকারীরা মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেয়। মজিবুর রহমান চিৎকার দিলে তাদের বেধড়ক মারধর করে টেনে হেচড়ে মাইক্রেবাসে তুলে চোখমুখ বেঁধে ফেলে এবং হাতে হাতকড়া পরিয়ে দেয়।
বিকেল সোয়া ৩টার দিকে তাদের নগরীর বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে ছিনতাইকারীরা টাকার বস্তা নিয়ে অপর একটি গাড়িতে করে চলে যায়। তাদের চিৎিকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। আহত হেলাল উদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ভুক্তভোগীদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।