Shadhin24news.com

বিকাল ৩:৩৭ , সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ, ১৪৩১
সর্বশেষ সংবাদ

৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

মাগুরায় তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য, তাদের পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের নেতারা। 

রোববার (১২ জানুয়ারি) মাগুরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ৩ দফা দাবি জানান।  দাবিগুলো হলো- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারা দেশে চাকরিচ্যুত সব বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকরিতে পুনর্বহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলে বন্দী নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্‌ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি বিডিআর সদস্য মনির, সাধারণ সম্পাদক হাবিলদার মজিদ, সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাচ্চু মোল্লাসহ ২০০৯ সালে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ