Shadhin24news.com

রাত ৮:৪৫ , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সর্বশেষ সংবাদ

এক ভেন্যুতে উইলিয়ামসনের টানা সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সিডন পার্ক স্টেডিয়ামে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। চলমান সিরিজের তৃতীয় টেস্টে কিউইরা সফরকারী ইংলিশদের ৬৫৮ রানের বড় লক্ষ্য দিয়েছে। প্রায় অসম্ভব সেই লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বেন স্টোকসের ইংল্যান্ড। ম্যাচটিতে ১৫৬ রানের ম্যারাথন ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছেন সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ইনজুরি ফেরার পর থেকেই টানা রান করে যাচ্ছেন ডানহাতি এই কিউই ব্যাটার। চলমান টেস্টেও প্রথম ইনিংসে ৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান করেন উইলিয়ামসন। ২০৪ বলের ইনিংসে তিনি ২০টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। এ নিয়ে হ্যামিল্টনে টানা পঞ্চম টেস্টে সেঞ্চুরি করেছেন ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। কোনো সিঙ্গেল ভেন্যুতে টানা পাঁচটি টেস্টে সেঞ্চুরির বিশ্বরেকর্ড নেই আর কারও।

হ্যামিল্টনে শেষ ৫ টেস্টে উইলিয়ামসনের পারফরম্যান্স
ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ ও ১৫৬ (ডিসেম্বর, ২০২৪)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ ও অপরাজিত ১৩৩ (ফেব্রুয়ারি, ২০২৪)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ (ডিসেম্বর, ২০২০)
ইংল্যান্ডের বিপক্ষে ৪ ও অপরাজিত ১০৪ (নভেম্বর, ২০১৯)
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২০০ (ফেব্রুয়ারি, ২০১৯)

এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি উইলিয়ামসনের ৩৩তম সেঞ্চুরি। ১০৫ টেস্টের ১৮৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ব্যক্তিগত এই মাইলফলক পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে উঠে এসেছেন উইলিয়ামসন। বর্তমান খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন জো রুট (৩৬)। এরপর স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন উইলিয়ামসন। ৩০ সেঞ্চুরি নিয়ে তাদের পরই অবস্থান বিরাট কোহলির।

এখন পর্যন্ত ফ্যাব-ফোরের টেস্ট সেঞ্চুরি সংখ্যা
জো রুট– ৩৬টি
কেইন উইলিয়ামসন– ৩৩টি
স্টিভ স্মিথ– ৩৩টি
বিরাট কোহলি– ৩০টি

প্রসঙ্গত, উইলিয়ামসনের দেড়শ পেরোনো ইনিংসের সুবাদেই ইংলিশদের বিপক্ষে রানের পাহাড় গড়েছে কিউইরা। প্রথম ইনিংসে তারা স্টোকস-রুটদের মাত্র ১৪৩ রানে গুটিয়ে দিয়ে লিড নেয় ২০৫ রানের। পরে দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসন ছাড়া ড্যারিল মিচেল ও উইল ইয়াং সমান ৬০, মিচেল স্যান্টনার ৪৯, রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেল সমান ৪০ রান করেন। যার ওপর ভর করে ৪৫৩ রান তুলে বড় পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড। ৬৫৮ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় ইংলিশরা ১৮ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ