Shadhin24news.com

রাত ৯:১৭ , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সর্বশেষ সংবাদ

রুক্মিণী আমার কাছে কী, সেটা বোঝাতে পারব না : দেব

আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান। বহুচর্চিত এই ছবি মুক্তির আগেই টলিপাড়ায় আমচকা শুরু ফিসফিসানি। দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর। নেপথ্যের কারণ কী? 

ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। 

টলিপাড়ায় এমন কথাও চাউর হয়েছে, খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপের ‘নাটক’ করছেন দেব। সবকিছুই নাকি কেবল ‘সস্তা’ প্রচার। তবে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব। সকল বিতর্কে জল ঢেলে কড়া জবাব দিলেন নায়ক। 

ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে’।

নিন্দুকদের একহাত নিয়ে দেব বলেন, ‘কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি। ’ 

দেব জানান, খাদান শুরু আগে মহামুশকিলে পড়েছিলেন তিনি। শ্যুটিং শুরুর আগে সরে দাঁড়ান এক ফিনান্সার। সেসময়ই দেবকে আগলে ছিলেন রুক্মিণী। তাই রুক্মিনী দেবের ‘শক্তি’। 

রুক্মিণী বলেন, দেবকে খাদান করতে উৎসাহিত করেন প্রেমিকা।

দেব বলেন, ‘রুক্মিণী বলেছিল, তোমার যখন ইচ্ছে হচ্ছে, তুমি খাদানই করবে। তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করল কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারব না’। 

রুক্মিণীকে আগামীতে দেখা যাবে বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এ। এর পাশাপাশি হাঁটি হাঁটি পা পা ছবির শ্যুটিং শুরু করেছেন দেব-প্রিয়া। 

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ