Shadhin24news.com

রাত ৯:৩২ , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সর্বশেষ সংবাদ

ভারতকে বাগে পেয়ে ৭৭ বছরের পুরোনো ইতিহাস ফেরালেন হেড

ব্রিসবেনে রেকর্ডটা অস্ট্রেলিয়ার জন্য নেহাত মন্দ না। ২০২১ সালে ভারতের বিপক্ষে এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারা ম্যাচ দুটো বাদ দিলে ২৪ বছরে এই মাঠে কোনো ম্যাচই হারেনি অস্ট্রেলিয়া। সবশেষ সিরিজ থেকে বিবেচনা করা হলে ভারতের জন্য সুখস্মৃতি আছে ব্রিসবেনের গ্যাবায়। কিন্তু সেটা টেকেনি ট্রাভিস হেডের সামনে। 

একাই খেললেন ১৫২ রানের ম্যারাথন ইনিংস। ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ট্রাভিস হেড ম্যাজিক ফিগারে পৌঁছান ১১৫ বলে। ব্যক্তিগত মাইলফলক গড়ার পথে তিনি ১৪টি চার মেরেছেন। এই ম্যাচের আগে হেড ভারতের বিপক্ষে গ্যাবায় তিনটি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। 

আজ সেই হতাশা ঝেড়ে ফেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। প্যাভিলিয়নে ফেরার আগে মাত্র ১৬০ বলে তিনি ১৫২ রান করেন হেড। তাতে ফিরিয়েছেন ৭৭ বছরের পুরাতন এক রেকর্ড। ১৯৪৭ সালে ডন ব্র্যাডম্যানের পর তিনিই প্রথম ব্যাটার হিসেবে ব্রিসবেনে ভারতের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলেছেন। 

ব্রিসেবেনে ভারতের বিপক্ষে ১৫০+ রানের ইনিংস 

১৮৫ – ডন ব্র্যাডম্যান, ১৯৪৭ 
১৫২ – ট্রাভিস হেড, ২০২৪

মাঠের সাপেক্ষে অন্য এক রেকর্ডেও আজ ছিলেন ট্রাভিস হেড। ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর স্টিভ স্মিথকে নিয়ে তিনি গড়েছেন ২৪১ রানের জুটি। গ্যাবায় ভারতের বিপক্ষে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এর আগে ১৪৮ রানের পার্টনারশিপ ছিল স্টিভ স্মিথ এবং মিচেল জনসনের। সেটাও ২০১৪ সালে।

ব্রিসবেনে ভারতের বিপক্ষে সর্বোচ্চ পার্টনারশিপ

২৪১ – ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ, ২০২৪ 
১৪৮ – স্টিভ স্মিথ এবং মিচেল জনসন, ২০১৪ 
১৪০ – ম্যাথিউ হেইডেন এবং রিকি পন্টিং, ২০০৩ 
১২৮* – স্টিভ ওয়াহ এবং ড্যামিয়েন মার্টিন, ২০০৩ 

বুমরাহ’র বলে আউট হওয়ার আগে স্মিথ ১৯০ বলে ১২টি চারের মারে স্টিভ স্মিথ ১০১ রান করেন। সাদা পোশাকে এটি সাবেক অজি অধিনায়কের ৩৩তম সেঞ্চুরি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাজিক ফিগারও। ৪১ সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে সবার ওপরে আছেন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। এই সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ২৬ ইনিংস। এর মাধ্যমে আবার ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারে পরিণত হয়েছেন স্মিথ।

ব্রিসবেনের গ্যাবা টেস্টে আজ (রোববার) দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪০৫ রান। অ্যালেক্স ক্যারি ৪৫ এবং মিচেল স্টার্ক ৭ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে ফাইফার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। কাল টেস্টের তৃতীয় দিন।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ