Shadhin24news.com

রাত ৮:৩৪ , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সর্বশেষ সংবাদ

জবিতে ৭০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো মোরাল প্যারেন্টিং পরিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোরাল প্যারেন্টিং পরিবারের মোরাল প্যারেন্টন ডে ও  বৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরাল প্যারেন্টিং পরিবারের প্রতিষ্ঠাতা মিলিটারি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. মাহবুবর রহমান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী শহীদ ও আফসানা রহমান।

মোরাল প্যারেন্টিং পরিবারের প্রতিষ্ঠাতা ড. মাহবুবর রহমান বলেন, আমাদের সমাজে কিছু ছেলে-মেয়ে আছে যারা খুবই মেধাবী কিন্তু আর্থিক দুরবস্থা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারে না, অনেকেই মাঝপথে ঝরে যায়। এরকম অদম্য মেধাবী (এতিম, প্রতিবন্ধী, অতি দরিদ্র) শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্যই কিছু মানবিক মানুষ নিয়ে আমাদের এই মোরাল প্যারেন্টিং প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, করুণা নির্ভর গতানুগতিক চ্যারিটির ধারণা থেকে বেরিয়ে আমরা মোরাল চাইল্ডদের সন্তানের মমতায় প্যারেন্টিং করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। ওরা সুপ্রতিষ্ঠিত হয়ে নিজ পরিবারের পাশাপাশি সমাজের আর কিছু পিছিয়ে পড়া মানুষকে টেনে তুলবে– এভাবেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের নৈতিক সমাজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ফজলে রাব্বি বলেন, পৃথিবীর সব পরিবারেই অপূর্ণতা থাকে। মোরাল প্যারেন্টিং এমন একটি পরিবার যেখানে কোনো অপূর্ণতা নেই। বাংলাদেশের এমন কোনো লেভেলের শিক্ষাপ্রতিষ্ঠান নেই, যেখানে মোরাল চাইল্ড নেই আবার পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মোরাল প্যারেন্টস নেই। এমন একটি পরিবারের সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। একদিন আমিও মোরাল প্যারেন্ট হয়ে এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ